
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় উপজেলার ৩ নমাবর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলাম(৫২)কে আটক করেছে থানা পুলিশ।গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গতকাল ২৬ ফেব্রুয়ারী তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
তিনি উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদকও উপজেলার মধুগ্রাম গ্রামের মৃত আব্দুল গনি গাজীর ছেলে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, ১৯ ফেব্রুয়ারী মিকশিমিল এলাকার রফিকুল ইসলামের দায়ের করা এলাকার একটি নাশকতা মামলার তিনি প্রধান আসামী। এছাড়ান গাজী তৌহিদুল ইসলাম সোনাডাঙ্গা থানায় আলোচিত অপহরণ ও ধর্ষন মামলার অন্যতম আসামী সুত্র জানান। ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ ও সোনাডাঙ্গা থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার পলাতক আসামী।
অপরদিকে পুলিশ উপজেলার মাগুরাঘোনা, আটলিয়া ও মাগুরখালী ইউনিয়ন এলাকায় বিভিন্ন সময় চুরি হওয়া ৩টা পানির পাম্প ও ১টি টেলিভিশন উদ্ধারসহ ৯ চোরকে আটক করেছে। গত ২৪ ঘন্টার অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত চোরেরা হলো, কাঠালিয়া গ্রামের সবুজ সানা, নিরব বাছাড়া, পাতিবুনিয়া গ্রামের অয়ন ঢালী, চাকুন্দিয়া গ্রামের নাজমুস সাকিব ও রনি গাজী, নোয়াকাটি গ্রামের ইব্রাহিম খলিলুল্লাহ, দক্ষিন আরশনগর গ্রামের তন্ময় জামান তাসিম, রাশেদুল পাড় ও মোঃ শাওন শেখ। চুরির ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে।