সর্বশেষ:

ssc o somomamn porikkhay prothom dinei onuposthit chuhattor

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত -৭৪

ssc o somomamn porikkhay prothom dinei onuposthit chuhattor
Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)

খুলনার পাইকগাছায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ১১টি কেন্দ্র এবং ৪ টি ভেন্যু কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় মোট ২ হাজার ৬৬২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৫৮৮ এবং অনুপস্থিত ছিল ৭৪ পরীক্ষার্থী।

কেন্দ্র প্রধান দেবাশীষ সরদার জানান পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪১৭, উপস্থিত ৪১৩, অনুপস্থিত ৪, আব্দুল ওহাব জানান পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৮৯, উপস্থিত ২৮০, অনুপস্থিত ৯, সঞ্চয় কুমার মন্ডল জানান কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৬৫, উপস্থিত ২৬৩, অনুপস্থিত ২, রহিমা আক্তার শম্পা জানান মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২২৭, উপস্থিত ২২৪, অনুপস্থিত ৩, গোপাল চন্দ্র ঘোষ জানান রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট এবং রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৮৫, উপস্থিত ৪৭৯, অনুপস্থিত ৬, খায়রুল ইসলাম জানান চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২০, উপস্থিত ১১৯, অনুপস্থিত ১, আদিত্য নারায়ণ সরকার ও মনোজ কুমার বর্মন জানান গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট ও শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩০৫, উপস্থিত ৩০১, অনুপস্থিত ৪, আজহারুল ইসলাম জানান পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২২৪, উপস্থিত ২১০, অনুপস্থিত ১৪, আমিরুল ইসলাম জানান হাবিবনগর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৯০, উপস্থিত ১৮০, অনুপস্থিত ১০, মোয়াজ্জেম হোসেন শিকদার জানান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৩, উপস্থিত ৫৯, অনুপস্থিত ৪, পরমানন্দ বিশ্বাস জানান কেডি শাহপাড়া মাধ্যমিক বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৭, উপস্থিত ৬০ এবং অনুপস্থিত ১৭ জন।

এদিকে সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana