সর্বশেষ:

আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবীতে নাগরিক ফোরামের মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)

খুলনার ( পাইকগাছা-কয়রা ) সড়কের আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত ভেঙে পড়া অংশ দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের আয়োজনে কপিলমুনির ফকিরবাসা মোড় সংলগ্ন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এই অঞ্চলের শত শত জনগন।

মানববন্ধনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে স্থানীয় প্রার্থী চাই দাবিও প্রবলভাবে তুলে ধরা হয়।বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান এর সভাপতিত্বে ওবাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ জাহিদ আল কাদির জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের খুলনা জেলা টিম প্রধান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, খুলনা-৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। সড়ক সংস্কারের দাবীতে বক্তব্য রাখেন কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক এইচ এম সফিউল ইসলাম, অ্যাডভোকেট দীপংকর সাহা, শেখ আবু তালেব, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, আলমগীর হোসেন ও মাসুদ সানা।

উপস্থিত ছিলেন ফারুক হোসেন, আক্তার সরদার, মিজানুর রহমান মসলিশ, নাজমুল, হাবিবুর রহমান হাবিব, মোঃ জাহিদুল ইসলাম ও আক্তারুল ইসলাম।বক্তারা বলেন, বহু বছর ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

বর্ষা মৌসুমে সড়কটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা আরোও বলেন, জনগণের মর্যাদা রক্ষায় ও স্থানীয় উন্নয়নের স্বার্থে খুলনা-৬ আসনে একজন প্রকৃত স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।

একইসঙ্গে তারা বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বাক সরলীকরণের নামে রাস্তার যে বেহাল দশা হয়েছে, তা দ্রুত সংস্কার করা প্রয়োজন। তানাহলে সারা দেশের সাথে পাইকগাছা-কয়রার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্রুত সময়ে মধ্যে সংস্কার না হলে অচিরেই কঠোর কর্মসূচি দেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana