
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
আজ পাইকগাছা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। অন্যান্য ১০ টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩০ নভেম্বর রোববার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার ও এডভোকেট প্রশান্ত কুমার মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে সভাপতি নির্বাচিত করবেন। এর আগে ১০ টি পদের বিপরীতে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে
অ্যাডভোকেট মো. আব্দুল মালেক ও মো. বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রাশনা শারমিন আঁখি , ৩ জন সদস্য মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মো. সাইফুদ্দীন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোজাফফর হাসান। সহকারী নির্বাচন কমিশনার হলেন অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম।















