
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে দিনভর বিদ্যালয় মাঠে কোরআন ও গীতা পাঠ সহ বিভিন্ন ক্যাটাগরির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকালে দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বোরহান উদ্দিন শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পঞ্চানন সরকার, ফজলুল আযম, দীপঙ্কর সরকার, প্রণব কুমার বিশ্বাস ও সহকারী শিক্ষক জোবাইরিয়া আক্তার, অভিভাবক প্রশান্ত সানা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক খোরশেদ আলম। এর আগে বুধবার প্রতিযোগিতার প্রথম দিনে ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
উল্লেখ্য এর আগের প্রধান শিক্ষকের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে ক্রীড়া প্রতিযোগিতা সহ সব ধরনের চিত্তবিনোদন থেকে বঞ্চিত ছিল অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় গত দুদিন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে পুরো প্রতিযোগিতা উপভোগ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উচ্ছাস আর আনন্দে মিলন মেলায় পরিণত হয় বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।















