পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পূজা অনুষ্ঠিত হয় ও শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজা শেষ হয়েছে। শ্যামা কালী পূজা উপলক্ষ্যে উপজেলার নতুন বাজার পূজা মন্দিরে তৃণমুল সেবা সংঘের আয়োজনে পূজা ও ধর্মীয় অনুষ্ঠান ও রাত সাত টায় ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা মন্দিরে ধর্মীয় আলোচনা করেন, তাপসি দাসি।
উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, জগন্নাথ দেবনাথ,নিরাজ্ঞন ঘোষ, সুপ্রিয় ঘোষ, রজ্ঞন ভদ্র, নারায়ন চন্দ্র ঘোষ, সুভাষ দেবনাথ, তপন দেবনাথ, নিরাপদ অধিকারী, পলাশ ঘোষ, সীমান্ত দেবনাথ, শেখর রঞ্জন ভদ্র, গোবিন্দ বিশ্বাস, উজ্জ্বল কর্মকারসহ ভক্তবৃন্দ। রাতে প্রসাদ প্রদান করা হয়।
কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর বিভিন্ন অমাবস্যার তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি অনেকেই বাড়িতেও কালীপুজো হয়। অনেকে আবার এই দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করেন।
উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে বাৎসরিকভাবে ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ২ শতাধিক পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। গভীর রাত থেকে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষ্যে মন্ডপে পূজার আরতী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হয়। পৌর সদর, নতুন বাজার ও কপিলমুনির সিংহবাড়ীসহ কপিলমুনি সদরে শ্যামপূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শ্যামাপূজা সমাপ্তি হয়েছে।