মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও মদসহ ইউনিয়ন পরিষদের সদস্যসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ১৮টি বড় ছুরি, তিনটি ছোট ছুরি, একটি হকিস্টিক, ১৪টি কাঁচি, নয়টি দা’, পাঁচটি রামদা’, দুটি চাপাতি, একটি কুড়াল ও পাঁচটি ঢাল এবং তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- হামিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বিষ্ণুপুর গ্রামের লুবছির বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩২) ও তার বড় ভাই কিছলু বিশ্বাস (৩৬), একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মনির হোসেন (৩০), জিলমান শেখের ছেলে শোয়াইব শেখ (৩২), মিজানুর রহমানের ছেলে জনি শেখ (২২) এবং মাধবপাশা গ্রামের শাহাদাত সর্দারের ছেলে আরিফুল ইসলাম (৩৮)।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আটক ছয়জনকে বুধবার বিকেলে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।