
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় জলবায়ু বাস্তুচ্যুতির স্থানীয় ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এ সেমিনারের আয়োজন করে। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, অ্যাওসেড এর হেড অফ প্রোগ্রাম শঙ্কর রঞ্জন সরকার, উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শেখ সাদেকুজ্জামান, উপজেলা সমবায় দপ্তরের দীপায়ন জোয়ার্দার, সমাজসেবা দপ্তরের সবুজ আহমেদ, অধ্যক্ষ রাজিব বাছাড়।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের পরিবেশ, জীববৈচিত্র্য, জীবন-জীবিকা ও বাস্তুচ্যুতির বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাওসেড এর মনিটরিং কর্মকর্তা মোঃ সালাউদ্দিন। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের অখিল কুমার মন্ডল, সাংবাদিক এন ইসলাম সাগর, এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, আব্দুল্লাহ আল মামুন, মানিক ভদ্র, বিশ্বনাথ ভট্টাচার্য, রাজীব গাঙ্গুলি, স্মিতা মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, সাবিনা ইয়াসমিন মিলি, লিয়াকত আলী জমাদ্দার, নুরুন নাহার বেগম ও শাহিদা আক্তার, অ্যাওসেডের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার জীবিতেশ মন্ডল, কমিউনিটি মোবিলাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরীন নাহার, সুপ্রিয়া মন্ডল ও শুভংকর বিশ্বাস।















