
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের প্রয়াত সদস্য সহ সারাদেশে নিহত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার সরদার, সাধারণ সম্পাদক বেলাল মোড়ল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ব্যবসায়ী আসাদুজ্জামান মিন্টু, প্রেসক্লাবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা, এম আর মন্টু, প্রমথ রঞ্জন সানা, অমল মন্ডল, বদিউজ্জামান, পূর্ণ চন্দ্র মন্ডল, আবুল হাশেম, কৃষ্ণ রায়, শাহ জমান বাদশা, শাহরিয়ার কবির, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য নজরুল ইসলাম এর সুস্থতা কামনা করা হয়।















