
এইচ এম সাগর (হিরামন) খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে এবং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্লাব ও এজেএ বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞানার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত জীবনে প্রবেশের আগে এ ধরনের প্রশিক্ষণ তাঁদের বাস্তব দক্ষতা বৃদ্ধি করবে। উদ্বোধনের পর সংশ্লিষ্ট বিষয়ে সেশন উপস্থাপন করেন আইএলও-বেটার ওয়ার্ক-এর ন্যাশনাল কনসালটেন্ট ইঞ্জি. এটিএম আনিসুজ্জামান, এজেএ বাংলাদেশ লিমিটেড-এর বিজনেস হেড এন্ড লিড টিউটর মোঃ কবিরুল আলম এবং অডিট অফিসার মাসুম আল হাসান মেহেদী। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে বিভিন্ন সেশন ও প্রেজেন্টেশনের মাধ্যমে পেশাগত স্বাস্থ্য ঝুঁকি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সুরক্ষা ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।