
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় সফল ফর ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেষ্ট ( সমম্বিত পানি ব্যবস্থাপনায় সফল প্রকল্প ) উপজেলা পর্যায়ে মাইত্রুো ওয়াটারশেড ব্যবস্থাপনার উন্নয়নে মডেল অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সফল ফর সলিডার ও উওরণ যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। কর্মশালায় সার্বিক সফল ফর আই ডব্লিউ আর এম বিষয়ক উপস্থাপন করেন কৃষিবিদ ম্যানেজার, এস এনএ মোস্তফা নূরুল ইসলাম। প্রকল্প ব্যবস্থাপক উওরণ কৃষিবিদ মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কৃষিবিদ এস এম ফেরদৌস এসপিও-এমডব্লিউজি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা ইকরামুল হোসেন , উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশী কর্মকর্তা প্রশান্ত দাস, প্রজেষ্ট কৃষিবিদ ফেরদাউস, সাংবাদিক আবুল হাশেম, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য হাসান, আফজাল হোসেন, আলাউদ্দীন, সুভাষ চন্দ্র মন্ডল,ডব্লিউ সি এফ শেখ জুয়েল পারভেজ, মোঃ আব্দুস সাওার, প্রোগ্রাম অফিসার সূব্রত রায়, ওয়াটার সালফেটার তৌহিদ।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ,মেম্বার, কমিটির সভাপতি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।