সর্বশেষ:

পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ব্যাপক ক্ষতি ; দুটি পশু দগ্ধ

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারী আতিয়ার রহমান গাজীর দুটি বসতঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পালিত দুটি ছাগল দগ্ধ হয়েছে। ১৭ জানুয়ারি রাত ১২ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত দলিল উদ্দিন গাজীর ছেলে ও ফসিয়ার রহমান মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আতিয়ার রহমানের বসতবাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কলেজ কর্মচারী আতিয়ার রহমান বলেন রাতে ঘুমিয়ে যাওয়ার রাত ১২ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রথমে আমার মেয়ে মুর্শিদা টের পেয়ে আগুন আগুন বলে চিৎকার দিলে প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে রান্না ঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করা গেলেও এ সময়ের মধ্যে রান্না ঘর ও বসতঘর এবং আসবাবপত্র ও ৩ টি বাইসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনে পালিত দুটি ছাগল দগ্ধ হয়। অগ্নিকাণ্ডে অর্থের হিসাবে কমপক্ষে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আতিয়ার রহমান জানিয়েছেন। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকারি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana