
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়।
বিশেষ অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, খুলনা পাইওনিয়র কলেজ অধ্যক্ষ মোকারম হোসেন। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহজান আলী, সহকারী শিক্ষা অফিসার নূরেআলম সিদ্দিকী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, অধ্যাপক মাওলানা কামাল হোসেন, প্রধান শিক্ষক আনিছুর রহমান, রেজাউল ইসলাম, শিক্ষার্থী তুরানী আক্তার রাশা। অনুষ্ঠানে ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট পুরষ্কার দেওয়া হয়।