
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।২৬ নভেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সূচির শুরতেই কলেজ পর্যায়ের ভলিবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় গড়ইখালী শহীদ আয়ূব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কে পরাজিত করে কপিলমুনি কলেজ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে ৫টি স্টলে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব এর আয়োজন করা হয়। উৎসবে নারী উদ্দোক্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়। অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য, সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, অধ্যক্ষ উৎপল কুমার পাল, মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল।















