সর্বশেষ:

paikgachay bishforon o nashokota mamlay up sodosso greftar

পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

paikgachay bishforon o nashokota mamlay up sodosso greftar
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরি মামলায় কপিলমুনি ইউনিয়নের ইউপি সদস্য আলা উদ্দিন গাজী(৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে উপজেলার আগড়ঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই দিন বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহনে আসার এম সংবাদ পেয়ে ছাত্রদলের নের্তৃত্বে ৮/১০ টি মোটর সাইকেল ও একটি মাইক্রো পৌর সদরের টাউন স্কুলের সামনে আসলে আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্য সহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরো ৫০/৬০ জন অজ্ঞাত দেখিয়ে ২০২৪ সালে ২৯ আগষ্ট থানায় মামলা করে। যার নং ১৪। ওই মামলায় মোঃ আলাউদিন গাজী এজহার নামীয় আসামি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান,ইউপি সদস্য আলাউদ্দিন গাজী নাশকতা মামলার এজাহার নামীয় আসামি। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই দিনই জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana