সর্বশেষ:

নড়াইলে গণভোটের প্রচার ও ভোটারদের উবুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি

নড়াইলে গণভোটের প্রচার ও ভোটারদের উবুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন, নড়াইলের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন-পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন, ডাক্তার ইসমাঈল হোসেন বাপ্পী, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, মুফতি শহিদুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামানসহ অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার খন্দকার দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন মাওলানা বেলাল হুসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন-নড়াইল জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ জাকারিয়া, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার শফিকুল মোল্যাসহ অনেকে। অনুষ্ঠানে জেলার ৫০০ ইমাম অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana