পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’কে ইটভাটায় অবরুদ্ধ করে মারপিট করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় সেনা ক্যাম্প ও থানায় অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন।
শুক্রবার সকালে সেনা ক্যাম্প ইনচার্জ ও থানায় লিখিত এ অভিযোগ করা হয়। উপজেলার কপিলমুনির মালথ গ্রামের মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন অভিযোগে উল্লেখ করেছেন,জমি নিয়ে দরগামহলের শেখ ছানিয়া গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওঃ ৫০/২৪ অগ্রক্রয় মামলা চলমান রয়েছে। তিনি অভিযোগ করেন আদালতে’ দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিতে প্রতিপক্ষ’রা প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আসছিল। এর ধারাবাহিকতা প্রতিপক্ষরা গত ৮ অক্টোবর সন্ধ্যায় দরগামহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে আমাকে ও পরবর্তীতে আমার ছেলে আসিকুজ্জামান তার গর্ভবতী স্ত্রী’কে নিয়ে কপিলমুনির ক্লিনিকে যাবার পথে গতিরোধ করে মামলা তুলে নিতে হুমকি দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ ও জিডিও করা হয় ,যা তদন্তাধীন।
শেখ জামাল হোসেন অভিযোগ করেন সর্বশেষ ৩১ অক্টোবর দুপুরে ইট ক্রয়ের জন্য রামনাথপুরে মজিদ মোড়লের ভাটায় পৌছালে শেখ মোস্তফা ও তার পিতা সহ ৭/৮ জন আমাকে ভাটায় অবরুদ্ধ করে গালিগালাজ ও মারপিট করে। এক পর্যায়ে ভাটা মালিকের ছেলের সহযোগিতায় আমাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়া হয়।
এ ঘটনায় তিনি শেখ মোস্তফা তার পিতা ছানিয়া,শেখ ফারুক হোসেন,শেখ হোসেন আলী ও রামনাথপুরের শেখ আব্দুর রহমান,শেখ আব্দুর রহিম, শেখ বাবু, শেখ ইসরাফিল,শেখ রাজনের বিরুদ্ধে দু’দপ্তরে পৃথক-পৃথক ভাবে অভিযোগ করেছেন।
এ বিষয়ে ওসি (তদন্ত) তুষার কান্তি দাস জানান, পারিবারিক ভাবে জমি’র দ্বন্দ্বে উভয়ের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়ে তিনি দু’পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন।