কলি আক্তার, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীর একটি বাজারে অগ্নিকান্ডেন্র ঘটনায় ১০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত। ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের জিউধরা বাজারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান, থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান হাওলাদার।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বৃহস্পতিবার ভোরে স্থানীয় মো. সোলায়মান হোসেনের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে আশ-পাশের অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও পার্বর্তী মোংলা উপজেলা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ভয়াবহ এ অগ্নিকান্ডে ওই বাজারের মুদি দোকানের মালামাল, বিকাশ এজেন্টের দোকান, লেপ-তোষকের দোকান, কাপর-চোপরের দোকান, টেনলার্সের দোকান, বেকারী ও ইলেকট্রনিক্সের দোকানসহ একটি হেফজখানা আগুনে পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা জানায়, এ অগ্নিকান্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সত্তার জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাজার সংলগ্ন মোকলেছ তালুকদারের বাড়ির ঘেরা-বেড়ায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীরা আগুন নেভাতে সক্ষম হয়। এতে কোন ক্ষয়-ক্ষতি না হলেও ভোর বেলা বাজারের অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয় ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায় দের পথে বসার উপক্রম হয়েছে। তিনি আরো জানান, গত এক সপ্তাহে এই বাজারে তিনবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে।