
বিশেষ প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার) জাফর বিশ্বাস ও তার পরিবারের ওপর নেমে এলো নির্যাতনের নির্মম কালরাত্রি। শুধু হামলাতেই থেমে থাকেনি দুর্বৃত্তরা—উল্টো তাদের বাড়িঘর ভাঙচুর, ঘরের আসবাবপত্র তছনছ থেকে শুরু করে বাড়ির আশপাশের রাস্তায় লাগানো গাছপালা পর্যন্ত কেটে একেবারে নষ্ট করে দিয়েছে তারা। যেন এক রাতেই সবকিছু শূন্য করে দিতে চেয়েছিল হামলাকারীরা।
ক্ষতিগ্রস্ত জাফর বিশ্বাস জানান, প্রাণ–বাঁচানোর আতঙ্কে তিনি ও তার পরিবারের সদস্যরা সেই দুঃসহ মুহূর্তে দিশেহারা হয়ে পড়েন। হামলার পরপরই থানায় অভিযোগ করেও আজ পর্যন্ত পাননি কোনো সান্ত্বনা, মেলেনি ন্যায়বিচারের ন্যূনতম আশ্বাস। এ ঘটনার পর পরিবারটিতে নেমে এসেছে অবিশ্বাস, আতঙ্ক ও হতাশার গভীর ছায়া।
স্থানীয়দের দাবি—গ্রাম পুলিশের মতো দায়িত্বশীল একজন মানুষের পরিবার যখন এভাবে দিনের আলোয় নির্যাতনের শিকার হন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কার কাছে যাবে তারা? কারা দেবে সুরক্ষা?
দুর্বৃত্তদের এমন নির্মম তাণ্ডব আর অভিযোগের পরও নীরব প্রশাসনের ভূমিকা—সব মিলিয়ে ঘটনাটি এখন এলাকার মানুষের মুখে মুখে। সুরখালীর মানুষ তাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তারা বলছেন এই অবিচারের শেষ কোথায়















