সর্বশেষ:

lhula asone prarthi selections e bohiragoto poriharer dabi

খুলনা-৬ আসনে প্রার্থী সিলেকশনে বহিরাগত পরিহারের দাবিতে মানববন্ধন

lhula asone prarthi selections e bohiragoto poriharer dabi
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা – ৬ আসনে প্রার্থী সিলেকশনে বহিরাগত প্রার্থী পরিহার করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা- পাইকগাছা (গোলাবাটী) প্রধান সড়কে পাইকগাছা কয়রা নাগরিক ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম বলেন এলাকার জনগণ খুলনা-৬ আসনে বহিরাগত কোন এমপি প্রার্থী দেখতে চাই না। তিনি বলেন ফ্যাসিবাদ আওয়ামী লীগের বহিরাগত সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু বিগত দিনে উন্নয়নের নামে যে অনিয়ম আর দুর্নীতি করেছে আগামীতে তার পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। দলীয় ভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হলে জনগণ তাদের কে প্রত্যাহার করে গণ আন্দোলন গড়ে তুলবে। সাবেক ছাত্রনেতা রফিক জনগণের মতামত গুরুত্ব দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে প্রার্থী সিলেকশনে বহিরাগত পরিহার করে এলাকার জনবান্ধব এবং গ্রহণ যোগ্য ব্যক্তিদের প্রার্থী মনোনীত করার জন্য দলীয় উর্ধতন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এসময় নাগরিক ফোরামের পক্ষ থেকে কয়রা-পাইকগাছা- খুলনা সড়ক ফোরলেন, নির্বাচনী এলাকা নিয়ে সুন্দরবন জেলা গঠন, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্প গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নিত করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেন। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফারুক হোসেন, জিয়ারুল ইসলাম, আক্তার হোসেন, হাবিবুর রহমান হাবিব, মাওলানা নজরুল ইসলাম, ছহিল উদ্দিন গাজী, সাইফুল ইসলাম, ইদ্রিস আলা শেখ, কামরুল ইসলাম, এসএম শাহাবুদ্দিন, হুমায়ুন কবির, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana