সর্বশেষ:

krira o sangskritik onusthan

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান

krira o sangskritik onusthan
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের প্রধান ভূমিকা রাখে খেলাধুলা ও শরীরচর্চা । খেলাধুলা ও শরীরচর্চা করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে । শরীর ও মন উভয় ভালো থাকলে লেখাপড়ায় মন বসে । তাই প্রত্যেক শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা চালিয়ে যাওয়া উচিৎ । তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ক্রীড়ামোদি একটি দল তারা খেলাধুলায় বিশ্বাস করে । কারণ খেলাধুলার মাধ্যমে একটি জাতি তথা দেশের পরিচিতি বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া যায় ।

গতকাল শনিবার বিকাল ৩ টায় বটিয়াঘাটার বিরাট মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৬৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি । সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের কার্য্য নির্বাহী কমিটির সভাপতি এনামুল শেখের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শেখ মোঃ সাহেব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বিএনপি নেতা কামরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী মৃধা খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম রেজা হাওলাদার । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাশপুর হাসান ফ্রান্স, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জান দুলু , বিএনপি নেতা জসিম শেখ, প্রভাষক জাহিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটন সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ক্রীড়ামোদী শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা থেকে আগত টিভি ও বেতারের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana