
খুলনা জেলার পাইকগাছা থানার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রামে অবস্থিত নুরুল ইলম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে ডু সামথিং ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি ২০২৬) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন আলহাজ্ব মো: শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মো: মাহাবুর সরদার, মো: আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শীতের তীব্র কষ্ট লাঘবের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
মাদ্রাসা কর্তৃপক্ষ এই মানবিক সহায়তার জন্য দাতা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।















