সর্বশেষ:

সাংবাদিক তুরানের পিতার কবর জিয়ারত করেন খুলনা–১ আসনের সম্মিলিত জোট প্রার্থী সুনীল শুভ রায়

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুলনা–১ আসন (দাকোপ- বটিয়াঘাটা) উপজেলার সম্মিলিত জোট প্রার্থী সুনীল শুভ রায় পল্লী চিকিৎসক মরহুম ডাক্তার সরদার শিহাব উদ্দিনের কবর জিয়ারত করেন। গতকাল শনিবার দৈনিক ইনকিলাব ও খুলনা গেজেট পত্রিকার সাংবাদিক তুরান হোসেন রানার গ্রামের বাড়ি রায়পুর জান। সেখানে গিয়ে তুরান রানার পিতা মরহুম ডাক্তার সরদার শিহাবের কবর জিয়ারতকালে সুনীল শুভ রায় নীরবে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

পরে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, প্রিয়জন হারানোর বেদনা কখনোই পূরণ হওয়ার নয়। তবে মরহুম ডাক্তার সরদার শিহাব উদ্দিনের মানবিক ও সেবামূলক কর্মই তাকে মানুষের হৃদয়ে চিরদিন বাঁচিয়ে রাখবে। সুনীল শুভ রায় আরও বলেন, ডাক্তার শিহাব উদ্দিন ছিলেন গ্রামীণ জনপদের মানুষের আস্থার প্রতীক। অর্থ নয়, মানবতার দায়বদ্ধতাই ছিল তার চিকিৎসাসেবার মূল শক্তি। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

এ সময় কবর জিয়ারত ও সমবেদনা জানাতে তার সফরসঙ্গী হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণ মাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরহুম ডাক্তার সরদার শিহাব উদ্দিন ইন্তেকাল করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana