
বিশেষ প্রতিনিধি :
খুলনা নগরীর একটি অভিজাত হোটেল থেকে মোরেলগঞ্জ উপজেলার এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ওয়েস্টার্ন ইন হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম শান্তা ইসলাম (৪২)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল খালেক ও মাতার নাম আমেনা বেগম। শান্তা ইসলাম বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ‘আসমা’ নাম ব্যবহার করে হোটেলে ওঠেন। পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, সকালে হোটেল কর্মীরা নাস্তা সরবরাহ করে কক্ষে দেন। দুপুরে রুম সার্ভিসের জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে বিকাল ৪টার দিকে আবারও ডাকাডাকি করা হলে সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ খুলনা সদর থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শান্তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খুলনা সদর থানা পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ থেকে খুলনা পর্যন্ত এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। কী কারণে শান্তা ইসলাম খুলনায় এসেছিলেন, কেন নিজের পরিচয় গোপন করে হোটেলে উঠেছিলেন—এসব বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ।