সর্বশেষ:

পাইকগাছায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন—খামারিদের উৎসবমুখর উপস্থিতি

Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)

অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই খামার ব্যবস্থাপনা—এই তিন মূল বার্তা সামনে রেখে পাইকগাছায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। নানান বয়সের খামারি, কৃষক, উদ্যোক্তা ও সেবা গ্রহণকারীদের পদচারণায় সকাল থেকেই এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি বলেন—দেশের অর্থনীতি শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র খামারিদের উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। সৎভাবে ও আধুনিক জ্ঞান নিয়ে এগোতে পারলে এই খাত থেকে হাজারো মানুষ স্বাবলম্বী হতে পারবেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় জানান—উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ, টিকা প্রদান, উন্নত জাত সংরক্ষণ ও কৃত্রিম প্রজনন সেবাকে আরও গতিশীল করতেই এ সপ্তাহের মূল উদ্দেশ্য। খামারিদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।তারা প্রাণিসম্পদ ও কৃষি খাতের সমন্বিত উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন।অনুষ্ঠানে খামারি মো. আনোয়ার হোসেন,আশরাফুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ সহ বিভিন্ন খামারিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

তারা বলেন—প্রাণী রোগ প্রতিরোধে মাঠপর্যায়ে টিকা কার্যক্রম আরও বাড়ানো, সহজ শর্তে ঋণ সুবিধা, প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থার উন্নয়ন—এই তিনটি বিষয় নিশ্চিত হলে খামারিরা আরও এগিয়ে যেতে পারবেন।এছাড়া খামারি সংগঠনগুলো যৌথভাবে খামার উন্নয়নে সরকারের কার্যক্রমকে স্বাগত জানায় এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থাকার আহ্বান জানান।প্রদর্শনীতে বিভিন্ন ধরনের স্টল স্থান পেয়েছে—গরু, ছাগল, ভেড়া ও ভুটানী জাতের উন্নত গবাদিপশু প্রদর্শনী, হাঁস-মুরগির উন্নত জাত, দুধ, দই, ঘি, মধুসহ বিভিন্ন দুগ্ধ ও কৃষিজাত পণ্য, ভেটেরিনারি সেবা ও রোগ শনাক্তকরণ পরামর্শ বুথকৃত্রিম প্রজনন ও উন্নত জাত সংরক্ষণ স্টল, প্রদর্শনীতে নতুন উদ্যোক্তাদের ভিড় ছিল উল্লেখযোগ্য। অনেকেই পশুপালন, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা, খামার নিয়ন্ত্রণ ও বাজার পরিকল্পনা সম্পর্কে সরাসরি জেনে নেন।উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী আয়োজনে থাকবে—খামারিদের জন্য প্রশিক্ষণ, ভেটেরিনারি ক্যাম্প ও ফ্রি চিকিৎসাসেবা, পশু রোগ প্রতিরোধে টিকা কার্যক্রম, খামারি উৎকর্ষ পুরস্কার প্রদান, উন্নত জাত সংরক্ষণ ও আধুনিক খামার প্রদর্শনীউদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খামারিদের সঙ্গে মতবিনিময় করেন।স্থানীয়রা মনে করেন—এ ধরনের প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত হলে পাইকগাছায় গবাদিপশু পালন আরও বাণিজ্যিকভাবে এগিয়ে যাবে। একইসঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও চাঙা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana