
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
আগামী ৩০ নভেম্বর পাইকগাছায় অনুষ্ঠিত হতে চলেছে আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এবারে মোট ভোটার সংখ্যা ৭০ জন। নির্বাচনে ১১ পদের বিপরীতে ১২ প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করে। ২৪. ১১. ২৫ ইং তারিখ সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিক্রয় হয়। নির্বাচনে সভাপতি পদে ২ জন অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল প্রতিদ্বন্দ্বীতা করবেন। অন্য ১০টি পদের বিপরীতে ১ জন করে মনোনয়ন পত্র ক্রয় করায় শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন হবে।
অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এসএম মোজাফফর হাসান। গত ২৫ নভেম্বর ছিল মনোনয়ন পত্র দাখিল ও বাছাই। ২৬ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার। এবং ৩০ নভেম্বর নির্বাচনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সমিতির কার্যালয়ে সকাল ১০ টা হতে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান সহকারী নির্বাচন কমিশনাররা হলেন- অ্যাডভোকেট অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে অ্যাডভোকেট মো. আব্দুল মালেক ও মো. বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃত সম্পাদক মো. আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রাশনা শারমিন, ৩ জন সদস্য মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মো. সাইফুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এসএম মোজাফফর হাসান। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশগ্রহণ না করায় বিএনপি ও জামায়াতে ইসলামীরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছে। শুধুমাত্র সভাপতি পদে জোটের প্রার্থীর বিপরীতে অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা ব্যক্ত করেন।















