সর্বশেষ:

কালিয়ায় বসতবাড়িতে গাঁজা চাষ যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাছ থেকে আনুমানিক প্রায় ৮ কেজি গাঁজা উৎপাদন সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন।

অভিযানে কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব বর্মন (পিতা: মরহুম সন্তোষ বর্মন)-এর বসতবাড়ির আঙিনা থেকে অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ দুটি জব্দ করা হয়। গাছগুলো বিশেষভাবে পরিচর্যা করা অবস্থায় পাওয়া যায়, যা দেখে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে গোপনে এগুলোর চাষ চলছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, স্থানীয়ভাবে মাদক চাষ ও সরবরাহের তথ্য পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গাঁজা গাছ দুটি উপড়ে ফেলে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এলাকাবাসী জানান, বসতবাড়িতে মাদক চাষের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়, মাদক উৎপাদন, চাষ ও বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana