
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্দ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম । উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মোঃ তৈয়েবুর রহমান, মোঃ সুলতান মাহমুদ, জিএম রফিকুল হাসান, মাসুদুজ্জামান, আবু বকর সিদ্দিক নিরু, বাহাদুর মুন্সী, রুহুল মোমেন লিটন, রাশেদ কামাল, মোল্লা ইমরান আহমেদ, ওলিয়ার রহমান, শফিকুজ্জামান, জসিম উদ্দিন শেখ, সেলিম, হাওলাদার, পলাশ মহলদার, আমিনুল ইসলাম সজীব প্রমুখ । সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে । অন্যদিকে ৩৬ জুলাই ছাত্র জনতার গনঅভ্যুত্থান ও ফ্যাসিবাদের পতন দিবস উপলক্ষে মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী উপজেলা আমীর মাওঃ শেখ মোহম্মদ আবু ইউসুফ এর নেতৃত্বে গণ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, হাফেজ মাওঃ আশরাফ আলী, উপজেলা সেক্রেটারী মোঃ আব্দুল হাই, জামাত নেতা যথাক্রমে মাওঃ আরিফ বিল্লাহ, মোঃ আঃ কাদের গাজী, মোঃ ফিরোজুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক, ইয়াসিন আরাফাত, হাফিজ উদ্দিন মিলন, মাওঃ নাজমুল হাসান, মোঃ সালাউদ্দিন, আঃ সামাদ গাজী, শিবিরনেতা তামিম সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ। মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।