এস,এম,আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা ( খুলনা)
২ নভেম্বর শনিবার প্রথিতযশা রাজনীতিবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমীর ও সাবেক পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য ( এমএনএ) আলহাজ্ব শামসুর রাহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৮ সালের ২ নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। শামসুর রহমান ১৯১৫ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম কফিল উদ্দিন একজন স্কুল শিক্ষক এবং মাতা মরহুমা শরিফাতুন্নেছা গৃহিণী ছিলেন।
শামসুর রহমান ১৯২২ সালে তোকিয়া গোলাবাটি প্রাথমিক বিদ্যালয়, এরপর ১৯২৪ সালে ভোলানাথ মাইনর স্কুল, পরে ১৯৩২ সালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির থেকে বৃত্তি সহ প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৩৫ সালে বাগেরহাট পিসি কলেজ থেকে বৃত্তি সহ প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট এবং ১৯৩৯ সালে কলিকাতা সরকারি ইসলামি কলেজ থেকে ডিগ্রি পাস করেন। তিনি ১৯৩৯ সালে পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার কৃষ্ণপুর হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৪০ সালে রিলিফ কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ১৯৪১ সালে কৃষি বিভাগে চাকরি, ১৯৪৯ সালে সাংবাদিকতা শুরু, ১৯৫০ সালে মুসলিম আর্ট প্রেস প্রতিষ্ঠা, সাপ্তাহিক তহহিদ প্রকাশ, ১৯৫২ সালে জামায়াতে ইসলামীতে যোগদান, ১৯৫৫ সালে খুলনা জেলা আমীর এর দায়িত্ব পালন, ১৯৫৮ সালে দৈনিক অবজারভারের খুলনা প্রতিনিধি, এপিপির আঞ্চলিক প্রতিনিধি, ১৯৫৯ সালে খুলনা প্রেসক্লাব প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন, ১৯৬২ সালে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য এমএনএ নির্বাচিত, ১৯৬৮ সালে জামায়াতে ইসলামীর খুলনা বিভাগীয় আমীরের দায়িত্ব পালন, ১৯৭২ সালে গ্রেফতার এবং কারাবরণ, ১৯৭৪ সালে সৌদি গমন হজ্জ পালন এবং বাদশা ফয়সালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯৭৯ সালে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র প্রণয়ন সাব কমিটির আহবায়ক হন। ১৯৮০ সালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। ১৯৮৩ সালে জামায়াতের নায়েবে আমীর এর দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ পাবলিকেশনের চেয়ারম্যান, ১৯৮৫ সালে দ্বিতীয় কারাবরণ, ১৯৮৬ সালে দারুল ইসলাম ট্রাস্ট এর চেয়ারম্যান, ১৯৯০ সালে বাংলাদেশ ইসলামিক সেন্টারের চেয়ারম্যান, ১৯৯১ সালে খুলনা ২ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন, আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড বাংলাদেশের চেয়ারম্যান, সিরাতুল হুদা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ১৯৯৫ সালে ওমরাহ পালন, ১৯৯৬ সালে হজ্জ পালন, ১৯৯৭ সালে ওমরাহ পালন করেন। গুরুত্বপূর্ণ এ রাজনীতিবিদ ২০০৮ সালের ২ নভেম্বর সকাল পৌনে ৭ টার দিকে ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।