পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ স্মরণ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায় , মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, নিহত নুর নবীর স্ত্রী আকলিমা বেগম, রাকিবুল ইসলামের মা রেবেকা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, আল শাহরিয়ার রুম্মন, ফজলে রাব্বি, আফরোজা জাহান জনা ও জান্নাতুল ফেরদৌস এশা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম এমডি আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এক নিরবতা পালন করা হয় এবং অনুষ্ঠান শেষে শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং সরকারি ভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।