সর্বশেষ:

gaza soho madok bebsayi ke atok

৯৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক

gaza soho madok bebsayi ke atok
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ মার্চ ভোরে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনৈক মোঃ মিনাজুল এর বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করেছে।তাৎক্ষণিক আভিযানিক দলটি উক্ত বাড়িতে পৌঁছে বাড়িটি ঘেরাওপূর্বক আসামি মোঃ সবুজ হোসেন মুন্না (২৯), পিতা- মোঃ মিনাজুল (মালয়েশিয়া প্রবাসী), সাং- মানিকিয়া, ৩নং বাহাদুরপুর ইউপি, থানা বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে উক্ত বাড়ির পিছনের উত্তর পূর্ব পাশের পাঁকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো মোট ৯৬ (ছিয়ানব্বই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৯,২০,০০০/- (উনিশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র)।

আসামি মোঃ সবুজ হোসেন মুন্না যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল।গ্রেফতারকৃত আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana