সর্বশেষ:

কালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন – প্রযুক্তিনির্ভর পশুপালনে এগিয়ে যাচ্ছে খামারিরা !

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
কালিয়া প্রতিনিধি, নড়াইল

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫ ইং) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিয়া-এর উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের অর্থায়নে ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস। সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোমিন।

এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন প্রান্তিক খামারি ও পশুপালকেরা তাদের গৃহপালিত পশু নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত আমাদের খাদ্যনিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন, রোগব্যাধি প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সরকার বর্তমানে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কালিয়ার খামারিরা ইতোমধ্যে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, এ প্রদর্শনী তাদের আরও উৎসাহিত করবে।তারা আরও বলেন, স্থানীয় খামারিদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, দক্ষতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও সেবার ক্ষেত্রে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের তাৎপর্য, স্থানীয় পশুপালনের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার ও নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দেশীয় জাতের গৃহপালিত পশু, দুগ্ধজাত পণ্য, ডিম ও অন্যান্য প্রাণিজ পণ্য নিয়ে বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana