ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা সাতক্ষীরা মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মোটর সাইকেল আরোহী সুমাইয়া আক্তার রিমি (২৫) নামের এক গৃহবধূ ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। এ সময় তার স্বামী মোটর সাইকেল চালক মাহফুজুর রহমান আহত হয়।
এলাকাবাসী ও খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: ফজলুর রহমান জানান,নিহত গৃহবধূ স্বামীর সাথে মোটর সাইকেল চড়ে মোংলা থানার মাধবী আবাসিক এলাকা থেকে ডুমুরিয়ার চুকনগর এলাকায় এক আত্নীয় বাড়ীতে বেড়ানোর উদ্দেশ্য রওয়ানা দেয়। খুলনা সাতক্ষীরা মহাসড়কের টিপনা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে স্বাসী স্ত্রী রাস্তায় ছিটকে পড়ে আহত হয় ।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয় আসে। কর্তব্যরত চিকিৎসক মৌমিতা তাকে মৃত বলে ঘোষনা করেন। বেলা সাড়ে ৪ টার দিকে পরিবারের কোন অভিযোগ না থাতায় লাশ দাফনের জন্য স্বামীর কাছে হস্তান্তর করা হয় ।