সর্বশেষ:

choto vaier hate boro vai khun

ডুমুরিয়ায় ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে বড় ভাই খুন

choto vaier hate boro vai khun
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জের ধরে মাদকসেবী ছোট ভাই সোহান বিশ্বাসের দায়ের কোপে ভ্যান চালক বড় ভাই রুবেল বিশ্বাস খুন হয়েছে।
উপজেলার রুদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামের বিশ্বাস পাড়ায় সোমবার সন্ধ্যায় এ ঘটনাঘটে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে । নিহত রুবেল বিশ্বাস জিন্নাত বিশ্বাসের বড় ছেলে। নিহতের এক স্ত্রী ও ৩শিশু সন্তান রয়েছে । ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, রুদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামের জিন্নাত বিশ্বাসের যৌথ পরিবারের বসবাস। সোমবার সন্ধ্যায় নিহত রুবেল বিশ্বাসের স্ত্রী রওশনারা খাতুন বাড়ির ভিতরে নিজেদের নলকুপে কাছে বসে থালাবটি পরিষ্কার করছিলেন।
এ সময় দেবর সোহান বিশ্বাস বাথরুমে যাওয়ার জন্য নল কুপে পানি নিতে যায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে সোহান বড় ভাইয়ের বাথরুমের বদনা ভেঙে ফেলে।

এ ঘটনায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যা সাতটার দিকে রুবেল বিশ্বাস বাড়ি ফিরলে তার স্ত্রী ছোট ভাইয়ের সাথে তার ঝগড়া ও বদনা ভাঙার ঘটনা জানান।এ নিয়ে পুনরায় দুভাই ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে সোহান ক্ষিপ্ত হয়ে তার ঘর থেকে ধারালো দা বের করে বড় ভাইয়ের মাথা এবং পেটে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়।  এ সময় পরিবারের সদস্যদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত অবস্থায় রুবেলকে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থান অবনতি দেখা দিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে তার মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান নিহত রুবেল বিশ্বাসের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা বা হত্যাকারিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। সুত্র জানান নিহতের স্ত্রী রওশন আরা বেগম বাদী হয়ে মামলা করতে পারেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana