বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলার বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়’র ৭৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ-২০২৫ ৩দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় মাঠ প্রাঙ্গনে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার গোলদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সহকারি শিক্ষক দেব দুলাল রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বিশেষ অতিথি ছিলেন গঙ্গারামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আসলাম হালদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ (অবঃপ্রাপ্ত) নির্মলেন্দু বিশ্বাস, প্রধান শিক্ষক ( অবঃপ্রাপ্ত) কাঞ্জিলাল মল্লিক, ব্যাংক কর্মকর্তা(অবঃপ্রাপ্ত)বিকাশ কুমার রায়, শিক্ষক (অবঃপ্রাপ্ত) প্রভাষ রায়, শিক্ষক(অবঃপ্রাপ্ত)নিকুঞ্জ বৈরাগী, সমরেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, অভিভাবক নগেন্দ্রনাথ মন্ডল , শিক্ষক যথাক্রমে ভঞ্জন অধিকারী, তুষার কান্তি মল্লিক, বিপ্লব রায়, গঙ্গাপ্রসাদ বিশ্বাস, সমারেশ চন্দ্র মন্ডল, মানস বিশ্বাস, সুব্রত মহলদার, আঁখি মন্ডল তৃপ্তি রাণী মন্ডল, রথীন্দ্রনাথ বিশ্বাস, পরিনীতা সরকার, সন্ধ্যা রায়, মোঃ আবুল কালাম আজাদ, সুনীতি কুমার মন্ডল, নিলয় হালদার, সৌমিত্র বিশ্বাস, নীলমণি সরকার, দীপ্ত গোলদার, অন্যন্যা বিশ্বাস, রত্না মজুমদার, ডাঃ নিরাঞ্জন শিকদার, ডাঃ দেবব্রত চ্যাটার্জী, ডাঃ দেবপ্রসাদ বিশ্বাস ও সুরেশ চন্দ্র সরকার সহ ক্রীড়ামোদী শিক্ষার্থীরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।