
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও খুলনা -৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ।
তিনি শনিবার দিনভর গণসংযোগ শেষে বিকালে উপজেলার লস্কর মাতৃ মন্দির চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সাম্য ও মানবিক সমাজ বির্নিমানের অংশ হিসেবে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন। মন্দির কমিটির মনোহর চন্দ্র সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, এডভোকেট সাইফুদ্দিন সুমন, মেছের আলী সানা, আসাদুজ্জামান খোকন, আবুল কাশেম সরদার, বিএম আকিজ উদ্দিন, মুস্তাকিম গাজী, মাষ্টার মুজিবুর রহমান, আলাউদ্দিন রাজা, আবু হুরায়রা বাদশা, প্রভাষক মনিরুজ্জামান, কাজী মুজিবুর রহমান, আলমগীর হোসেন, নাজমুল হুদা মিন্টু, আবু সিনহা শিমুল, আব্দুল কুদ্দুস, শহিদুর রহমান, কুদ্দুস মোড়ল, জাহাঙ্গীর গাজী, শফি সানা, মারুফুল হক প্রিন্স, সায়েদ আলী বাবলা, রাজা রায়, বাহারুল ইসলাম, শাহিনুর গাজী, রবিউল ইসলাম, ফিরোজ মোড়ল, আল আমিন, তিতাস ও ফরহাদ হোসেন। এসময় বিএনপি নেতা ডাঃ আব্দুল মজিদ বৈষম্যহীন স্বনির্ভর পাইকগাছা কয়রার গড়তে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহবান জানান।