সর্বশেষ:

বাগেরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Facebook
Twitter
LinkedIn

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট: বাগেরহাটে অসহায়, দরিদ্র ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা
হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের সরকারি পিসি কলেজ সড়কে সুপ্তি মহিলা
উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।
সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডলের সভাপতিত্বে
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর,
বাগেরহাটের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। এসময়, বাগেরহাট উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা এস এম মোরশেদ, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম
রাজ, আশ বাংলাদেশ-এর পরিচালক মোঃ কামরুজ্জামান, আশার আলো বাংলাদেশ-এর
পরিচালক মোঃ কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আসাদসহ বিভিন্ন শ্রেনি পেশার
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিন স্থানীয় শতাধিক শীতার্তদের মাঝে চাঁদর, হুডি, সোয়েটার প্রদান করা
হয়। তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে খুশি দরিদ্ররা।
রাশিদা বেগম (৫৫) বলেন,শীত খুব বেশি পড়েছে, রাতে ঘুমানো কষ্টকর হয়ে
যাচ্ছিল। আজ কম্বল আর চাদর পেয়ে অনেক স্বস্তি লাগছে। এমন সাহায্য আমাদের
জন্য অনেক বড় পাওয়া।

আবদুল মালেক (৪৮) বলেন,দিনে কাজ করি, রাতে শীতের যন্ত্রণা বেশি। ফুলহাতা
গেঞ্জি পেয়ে খুব খুশি হয়েছি। এই শীতে এগুলো অনেক কাজে আসবে।
সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল বলেন,
প্রতিষ্ঠার পর থেকে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা মানুষের জন্য কাজ করে
আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা
হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana