সর্বশেষ:

at dolio khalid srity football tournament udhvodon

বটিয়াঘাটায় আট দলীয় খালিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

at dolio khalid srity football tournament udhvodon
Facebook
Twitter
LinkedIn

খুলনা অফিসঃ

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালিতে আট দলীয় খালিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। খালিদ স্মৃতি যুব সংঘ কর্তৃক আয়োজিত শনিবার (১ডিসেম্বর) বিকালে সুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

শত শত লোকের উপস্থিতিতে এ খেলার উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে দৌলতপুর ফুটবল একাদশ বনাম ভগবতীপুর ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে দৌলতপুর ফুটবল একাদশ ৫-১ গোলে পরাজিত করে ভগবতীপুর ফুটবল একাদশকে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম শিপার, সুরখালী বাজার কমিটির সাধারন সম্পাদক বিএন পিনেতা মারুফ হোসেন জমাদ্দার, ইউপি সদস্য আবুল কালাম হাওলাদার, বিএনপি নেতা মাহবুবুর রহমান, মিন্টু মালি, তৈবুর শেখ সহ স্থানীয় ফুটবল প্রেমী মানুষেরা। উক্ত ফুটবল খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ অলিউর রহমান, মোঃ তারিক টিটু, মোঃ মনিরুল, মোঃ রবিউল শেখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana