পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ১০ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার জুম্মাবাদ আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ও পাঠাগার চারাবটতলাস্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, এসএম মোহর আলী, ওবায়দুল্লাহ সরদার । বক্তব্য রাখেন আমিনুর রহমান, মোঃ রুবেল, শেখ ইনজামাল, সুজন ও হাসানুর রহমান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আছাফুর রহমান।