সর্বশেষ:

antibayeticer okarjokoritr bishoyok kormoshala onusthito

জীবাণুনাশক এন্টিবায়োটিকের অকার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

antibayeticer okarjokoritr bishoyok kormoshala onusthito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জীবাণুনাশক ঔষধ বা এন্টিবায়োটিকের অকার্যকারিতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ওয়াটার এইড এর সহায়তায়, বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক ও পাইকগাছা পৌরসভা রোববার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে ওয়াশ ফর আরবান পুর প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, ওয়াটার এইড ইউকে প্রতিনিধি জন ফিলিপস, ওয়াটার এইড এর প্রকল্প সমন্বয়কারী নেহাল আজমত মুহি, নবলোক এর প্রকল্প ব্যবস্থাপক প্রদীপ চন্দ্র কর্মকার। কর্মশালায় জীবাণুনাশক এন্টিবায়োটিকের অকার্যকারিতার মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ আওরঙ্গজেব। ওয়াটার এইড এর সুমন কুমার সাহা’র সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, অধ্যক্ষ আজহার আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, আব্দুল ওহাব, শিক্ষক ইমরুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, নবলোকের প্রকল্প কর্মকর্তা কাজী ফারহানা আফরোজ, ডিএসকে এর রিজিওনাল ম্যানেজার হাসান সিদ্দিকী মিলন, ব্র্যাক প্রতিনিধি সমীরণ মল্লিক, ডরপ প্রতিনিধি প্রতীশ, অরিত্র ও শাখাওয়াত হোসেন। কর্মশালায় রেজিস্ট্যাড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিকের ব্যবহার এবং জীবাণু প্রতিরোধে হাত ধোয়া ও উন্নত স্বাস্থ্য অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana