খুলনা প্রতিনিধি :
খুলনার বটিয়াঘাটায় জলবায়ু প্রভাব মোকাবিলায় বিসিআরএল প্রকল্পের আওতায় আয়োজিত কৃষকদের জীবন মান উন্নয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কৃষকদের জীবন মান উন্নয়ণ বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিক এর স্বাগত বক্তব্যে উক্ত কর্মশালা ২১ আগষ্ট বুধবার সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক বিভাষ চন্দ্র সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, খুলনা কৃষি দপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কাজী জাহাঙ্গীর হোসেন। আয়োজিত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ মোঃ রোমিজ উদ্দীন, অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দীন ও ডাঃ মোঃ লোকমান হোসেন।
এসময় দিন ব্যাপি কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাশ,পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার দেবু টিকাদার, সমবায় অফিসার জান্নাতুননেছা,সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান,মহিলা বিষয়ক অফিসার নবনিতা দত্ত, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন,কৃষি সম্প্রসারণ অফিসার শরিফুল ইসলাম, এস এম আসাদুজ্জামান, দ্রুবজোতি সরকার, উপসহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান,পিন্টু মল্লিক,আব্দুল হাই খান, বিষাদ সিন্ধু মন্ডল, দীপংকর মন্ডল,শিউলী রানী বিশ্বাস, প্রতাপ বালা, তরুন মজুমদার, রাজিব বিশ্বাস,বিসিআরএল এর ফজলে রাব্বিসহ বিভিন্ন দপ্তরের সদস্য বৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।