পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ প্রকল্পের আওতায় উপজেলার গড়ইখালী ইউনিয়নের কানাখালী এলাকার কৃষক অমিয় কুমার সরদারকে রাইস ট্রান্সপ্লান্টার ও লস্কর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের কৃষক দীলিপ কুমার মন্ডলকে পাওয়ার স্প্রেয়ার প্রদান করা হয়।
অপরদিকে কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও কৃষক প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মজিদ গোলদার। বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, কৃষক উৎপল কুমার, স্বপ্না মৃধা, যুবলীগ নেতা পরেশ মন্ডল, রওশানারা, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, ছাত্রলীগনেতা রিপন রায়, আবির আক্তার আকাশ, রাকিব ও রাফেজ।