সর্বশেষ:

শুভেচ্ছা ও মতবিনিময়

নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডল এর নেতাকর্মী সাথে শুভেচ্ছা ও মতবিনিময়

শুভেচ্ছা ও মতবিনিময়
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খুলনা-১ আসনের নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল শনিবার বটিয়াঘাটা উপজেলার গংগারামপুর ও সুরখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় করেন।

বিভিন্ন স্থানে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন গংগারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ হাদি উজ জামান হাদী। বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফরিদ রানার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, সদস্য বুলুরানী রায় গাঙ্গুলি, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার,

চীপ নির্বাচনী এজেন্ট এ্যাডঃ কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের শেখ, শিবপদ মন্ডল, আব্দুল হাদী সরদার, সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, ড, অচিন্ত্য মন্ডল, চেয়ারম্যান যথাক্রমে শেখ যুবরাজ, মহির মন্ডল, সাব্বির হোসেন, আসলাম হালদার, আওয়ামী লীগনেতা পলাশ রায়, উপেন্দ্রনাথ রায়, তুলসীদাস বিশ্বাস, আফজাল হোসেন খান, অধ্যক্ষ নির্মল বিশ্বাস, অধ্যক্ষ তোরাব আলী, মানস পাল, বিবেক বিশ্বাস, আহম্মদ আলী, দেবপ্রসাদ বিশ্বাস, রঞ্জিত কুমার রায়, শেখ শাহারুজ্জামান, দিপংকর কবিরাজ, খুবি সেকশন অফিসার সাবেক ছাত্রলীগ নেতা আজিজিুর রহমান, পলাশ রায়, রফিকুল ইসলাম রফিক, রামপ্রসাদ রায়, প্রদীপ দত্ত,

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, মনিরুজ্জামান মনি, ইউপি সদস্য যথাক্রমে বিবেক বিশ্বাস, শশাঙ্ক হালদার, কিংকর রায়, মোশাররফ হোসেন, সেলিম হোসেন রাসা, মলিনা রায়, দুলাল মহলদার, মনিরুল ইসলাম, রুহুল আমিন, যুবলীগ নেতা হুমায়ুন কবির মনি, জহির রায়হান লালন, রুবেল গাজী, জয়দেব রায়, রেজাউল করিম, ইসমাইল মোল্লা, নিখিলেশ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল মোমেনীন রানা, সাধারণ সম্পাদক ইমন শেখ, ইব্রাহীম শেখ, আব্দুল্লাহ শেখ প্রমুখ।

আওয়ামী লীগের প্রার্থী ননী গোপাল মন্ডল ওইদিন উপজেলার গংগারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা, ট্যাংরামারী, আন্ধারিয়া, বয়ারভাঙ্গা, শলুয়া, খলসিবুনিয়া, আমতলা, বৃত্তি শলুয়া, দেবীতলা, তিতেখালী এবং সুরখালী ইউনিয়নের গজালিয়া, গাওঘরা, গরিয়ারডাঙ্গা, সুখদাড়া, বুনারাবাদ ও বারোভূঁইয়া গ্রামে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana