পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন গন মানুষের নেতা জাতীয় পার্টীর কেন্দ্রীয় নেতা ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
শেষ মেষ দলের দলীয় মনোনয়ন না পাওয়ায় দলীয় নেতাকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষের চাপে তিনি নির্বাচন করতে রাজী হওয়ায় বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসার সামিউল আলম এর নিকট থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীরের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেন তার কর্মী ও সমর্থকরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাপার সাবেক যুগ্ন- সম্পাদক সামছুল হুদা খোকন, পৌর জাপার সভাপতি গাজী আব্দুস সামাদ, সাধারন সম্পাদক গাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, কপিলমুনি ইউনিয়ন সভাপতি সরদার ফরিদ আহমেদ, দেলুটি ইউনিয়ন সভাপতি প্রভাষ মন্ডল, শেখ মাসুম, আব্দুর রহিম, সেনা বাহিনী কোচ দেবাশীষ সানা, সুনীল মন্ডল, আমীর আলী ও খায়রুল ইসলাম।