সর্বশেষ:

খুলনার পাইকগাছার টিসিবির পণ্য বিক্রয়

পাইকগাছায় টিসিবির পণ্য উদ্বোধন করেছেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

খুলনার পাইকগাছার টিসিবির পণ্য বিক্রয়
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা  প্রতিনিধি

খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নে সরকার প্রদত্ত ন্যাযমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বাণিজ্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, এবারও প্রায় ৮শত ১০ টাকার নিত্যপণ্য মিলছে ৪৭০ টাকায়। রবিবার,(১৫ অক্টোবর) রাজধানী ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষ ভর্তুকি দামে চাল, ডাল ও তেল কিনতে পারছে। জনপ্রতি ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা, ২ কেজি মসুর ডাল ১২০ টাকা, ৫ কেজি চাল ১৫০ টাকা মোট ৪৭০ টাকার প্যাকেজে তিনটি পণ্য কেনার সুযোগ রয়েছে। বাজারে প্রতি লিটার সয়াবিন তেল (বোতলজাত) ১৬৮-১৭০ টাকা, মোটা চাল ৪৮-৫০ টাকা, ডাল ১০৫-১১০ টাকায় বিক্রি হচ্ছে।

 

সে হিসাবে বাজারে প্রতি প্যাকেজ পণ্য প্রায় ৮ শত ১০ টাকায় কিনতে হবে, টিসিবির ভর্তুকি দামে সেটি কেনা যাচ্ছে ৪৭০ টাকায়। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের পরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে বেড়েছে ডলারের দাম, দেশে চলছে ডলার তীব্র সংকট। ফলে পণ্য আমদানি কমছে।

এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে পণ্যের দাম অস্বাভাবিক বাড়িয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে কয়েক গুণ। এ পরিস্থিতিতে স্বল্প দামে এক কোটি পরিবারের মধ্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার বিকাল ৪ টায় হরিঢালী ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আল-আমীন, হরিঢালী ইউপির চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা শাখার উপ-পরিচালক মোঃ সেলিম, ওয়ালিদ বীন হাবিব,ইউপি সদস্য শংকর বিশ্বাস, ইউপি সদস্য আজিজুল ইসলাম, টিসিবির ডিলার ও সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, শেখ সেলিম, ভূদেব মন্ডল ও শহীদ গাজী প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana