
বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি :
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল গ্রামে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে লাশ হতে হলো সুমাইয়া খাতুন পুতুল(২৪) নামে এক কিশোরীর। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বড়পরী চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা বাকী হাওলাদারের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া খাতুন পুতুল গত শনিবার সন্ধায় বেড়াতে আসে তার বান্ধবী উর্মী খাতুনের পিতার বাড়ি উপজেলার সুন্দরমহল এলাকার খান মার্কেট সংলগ্ন নাসির শেখের বাড়িতে। নাসির শেখের পরিবার জানায়, গতকাল সোমবার সকালে পরিবারের সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে তখন পুতুল কে খাওয়ার জন্য ডাকলে সে বলে আমার শরীর খারাপ খাবো না বলে বাড়ির দোতলায় চলে যায়। খাওয়া শেষে পুতুল কে ডাকাডাকি করলে সে ডাকে সাড়া না দেওয়ায় পরিবারের সদস্যরা দোতলায় যেয়ে দেখে পুতুল গলায় ওরনা পেচিয়ে ডাবার সঙ্গে ঝুলছে। তখন তারা তড়িঘড়ি করে পুতুল কে ডাবা থেকে নামিয়ে খাটের উপর রেখে পুলিশকে খবর দেয়।
ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলে বটিয়াঘাটা থানা পুলিশের ওসি তদন্ত শাহিনুর রহমান গোলদার, সেকেন্ড অফিসার রবিসংকর নাগ, এস আই শফিকুল ইসলাম সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি নেয় পুলিশ। এ বিষয়ে বটিয়াঘাটা থানার ওসি তদন্ত শাহিনুর রহমান গোলদার জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।















