সর্বশেষ:

লৌহজংয়ে নতুন বছরের বই উৎসব শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Facebook
Twitter
LinkedIn

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ প্রতিনিধি।

সারাদেশের মতো মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব।বৃহস্পতিবার সকালে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।

বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তিনি বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন।এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড।সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আশা প্রকাশ করেন,বই উৎসব শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুল হুদা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মো.ফরিদুর রহমান খান।

এছাড়া উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. সুমন আহম্মেদ।আরও উপস্থিত ছিলেন সায়েরা খান।
পরিচালনা পর্ষদের সদস্য জুবায়দা ফাইজা অনুষ্ঠানে অংশ নেন।রাফিয়া খান ও আসিফুর রহমান খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে দেখা যায় আনন্দের হাসি।

বই বিতরণ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।স্থানীয়রা এমন আয়োজনকে স্বাগত জানান।তারা বলেন,এ ধরনের উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।নতুন বছরের শুরুতে বই উৎসব শিক্ষার্থীদের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana