
আবু-হানিফ,,বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ কোস্টগার্ডের একটি সফল অভিযানে মোংলা বন্দরের হিরণ পয়েন্টে নোঙর করা একটি বিদেশি জাহাজ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ কয়লা জব্দ করা হয়েছে। পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল এবং ১,১০০ মেট্রিক টন চোরাই কয়লাসহ ১২ জন ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ভোরের আলো ফোটার ঠিক আগে গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারীদের পাকড়াও করা হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, কোস্টগার্ড স্টেশন বরিশাল জানতে পারে যে, অবৈধভাবে একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এই তথ্যের ভিত্তিতে ২৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বরিশালের কোতোয়ালি থানাধীন চরমোনাই আনন্দ ঘাট এলাকায় একটি বিশেষ দল অভিযান শুরু করে।
অভিযান চলাকালে, সন্দেহজনক একটি লাইটার ভেসেলের গতিবিধি লক্ষ্য করে সেটিকে থামানো হয়। তল্লাশির পর লাইটার ভেসেলটি থেকে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা বাজার মূল্যের ১,১০০ মেট্রিক টন কয়লা উদ্ধার করা হয়। এসময় জাহাজটিতে থাকা ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্টগার্ড জানতে পারে যে, এই চোরাই কয়লাগুলো মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায়ে চুরি করে পাচার করা হচ্ছিল।
জব্দকৃত চোরাই কয়লা, পাচারের কাজে ব্যবহৃত লাইটার ভেসেল এবং আটক ১২ জন অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং চোরাচালান সম্পূর্ণভাবে নির্মূল করতে উপকূলীয় ও জলসীমায় কোস্টগার্ডের নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও পূর্ণ উদ্যমে চালু থাকবে।















