
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বটিয়াঘাটা সদর ইউনিয়নের মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির পাশাপাশি উপজেলা ৭টি ইউনিয়নের বিভিন্ন মসজিদেও দেশনেত্রী ও গণতন্ত্রের মা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক মো: এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন খান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় মসজিদে উপস্থিত সকলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।















