সর্বশেষ:

নড়াগাতী খাশিয়াল ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে আলোচনা সভা

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নিজস্ব সংবাদদাতা
নড়াগাতী (কালিয়া)

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

দুপুরে খাশিয়াল ইউনিয়নের স্থানীয় একটি মাঠে এই সভা শুরু হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সভায় বক্তারা রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সময়োপযোগী, গণমুখী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ রাষ্ট্র গঠনের বাস্তবসম্মত রূপরেখা হিসেবে তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন—
“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের নকশা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, বিচার বিভাগ স্বাধীন করা, প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠা, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য এই রূপরেখা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন,
“নড়াইলসহ সারাদেশের মানুষ আজ পরিবর্তন চায়। মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ ফিরিয়ে আনাই বিএনপির অঙ্গীকার। ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ নতুন দিগন্তে পৌঁছাবে।”

অন্যান্য বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি স্থানীয় এলাকায় উৎসাহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। কর্মসূচিকে কেন্দ্র করে ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana